নারীর ওপর আঘাত মানে ঈশ্বরকে অপমান করা: পোপ

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান করা। নারীর বিরুদ্ধে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, নারীরাই জীবনকে একই সুতায় বেঁধে রাখেন

শনিবার (১ জানুয়ারি) নতুন বছরের বার্তা দেবার সময় এই মন্তব্য করেন পোপ।

বছরের প্রথম দিন পোপ ফ্রান্সিস সেন্ট পিটারের বাসিলিকা চার্চে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানেই মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস।

এই ধর্মগুরু বলেন, মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। আসুন সবাই মায়েদের উন্নয়নে এবং নারীদের সুরক্ষায় একত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাই।

স্বামীর নির্যাতনের শিকার এক নারীকে এর আগে পোপ ফ্রান্সিস বলেছিলেন, যে ব্যক্তি তার সঙ্গে এমন আচরণ করেছে তা প্রায় শয়তানের কাছাকাছি।

করোনা মহামারি শুরুর পর থেকে বেশ কয়েকবার পারিবারিক সহিংসতা নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস।

মন্তব্য নেওয়া বন্ধ।