STEM প্রোগ্রামে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সুবর্ণ সুযোগ

বাইডেন প্রশাসনের বিশেষ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ STEM প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের সুযোগ বাড়ছে।

সম্প্রতি STEM প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন নতুন পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানিয়েছে। Science, Technology, Engineering, Mathematics (STEM) এ যে সকল শিক্ষার্থী দক্ষ, তারা এই প্রোগ্রামের আওতাভুক্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া ব্যবসা শিক্ষার্থীদের জন্য STEM এ সুযোগ থাকছে।

চীনকে মোকাবেলার অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানা যায় ।

বাইডেন প্রশাসন নতুন পরিকল্পনা ও পদক্ষেপের মধ্যে রয়েছে, STEM এর আওতাভুক্ত দক্ষ শিক্ষার্থীরা কালচারাল-এক্সচেইঞ্জ ভিসা ক্যাটাগরিতে ৩ বছর ট্রেনিংয়ের সুযোগ পাবেন।
ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনসহ স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের জন্য বাড়তি সময়ে থাকার অনুমতি দেওয়া হবে।

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবক হিসেবে বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে।
ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউট হতে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র বছরে দশ লাখ আন্তর্জাতিক কলেজ ছাত্রদের পড়াশোনার সুযোগ দেয়। যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রকে টপকাতে চেষ্টা করছে চীনসহ বিভিন্ন দেশ। তারা এই STEM ট্যালেন্ট প্রোগাম ব্যবহার করছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সূত্রে জান যায়, বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি আবাসস্থল, অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হওয়ায় স্টেম স্নাতক এবং ডক্টরেট ছাত্রদের সংখ্যা, মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় অনুমান করা হয়েছে যে, চীন ২০২৫ সালের মধ্যে স্টেম ক্ষেত্রে ৭৭ হাজার স্নাতক তৈরি করবে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ৪০ হাজার তৈরি করবে। আর এর বড় যোগান বিদেশী ছাত্ররাই।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনের সাথে প্রতিযোগিতাকে দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশী শিক্ষার্থীদের অর্জিত মেধাগুলোকে বাইডেন প্রশাসন কাজে লাগাতে চায়। যাতে করে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশী শিক্ষার্থীরা অবদান রাখতে পারে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের উদ্দ্যেশ্য। সেজন্য পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে পড়ার পাশাপাশি যারা যুক্তরাষ্ট্রে থাকতে চান তারা অভিবাসন প্রক্রিয়ায় বাড়তি কিছু সময় পাবেন।

STEM প্রোগ্রামে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সুবর্ণ সুযোগ 1

এই বিষয়ে আন্তর্জাতিক এডুকেশন ব্র্যান্ড বিএসবি গ্লোবাল নেটওয়ার্কয়ের ম্যানেজার (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) মাহমুদা আক্তার বলেন- কোন শিক্ষার্থী STEM প্রোগ্রামের আওতায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তাহলে তিনি প্রশিক্ষণের জন্য অতিরিক্ত প্রায় ৩৬ মাস সময় পাবেন। তিনি বলেন- শুধুমাত্র বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী নয় ব্যবসা শিক্ষার্থীরাও এই প্রোগ্রামের আওতায়।

তিনি আরও জানান- প্রায় ৫৭১টি বিষয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ টি বিশ্ববিদ্যালয় STEM প্রোগ্রাম’র আওতাভুক্ত। শিক্ষার্থীরা একটু সচেতন হলেই এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন- এই বিষয়ে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। অবশ্যই যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক আস্থার সাথে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় দেশে বিদেশে সহায়তা করছে। উপযুক্ত পরামর্শের জন্য শিক্ষার্থীরা বিএসবিকে পাশে পাবে।

তিনি আরও জানান- STEM বিষয়ে আগ্রহী শিক্ষার্থী বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে যোগাযোগ করলে তাদেরকে যে কোন তথ্য বিনামূল্যে প্রদান করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।