চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আমজাদ হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের বাহারের ভাড়া বাসা থেকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আমজাদ লক্ষীপুরের রামগদী গ্রামের আমির হোসেনের পুত্র। সৈন্যারটেক এলাকার বেলামী টেক্সটাইল নামক পোশাক কারখানায় চাকরি করতেন এবং পাশাপাশি অটোরিকশাও চালাতেন।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আমজাদ তিন বছর আগে প্রেম করে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের লেদু ফকিরের মেয়ে রুমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।
নিহতের ভাই মোহাম্মদ জুয়েল বলেন, কিছুদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাই এবং তার স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল। গতকাল রাতেও তাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। সকালে তার স্ত্রী জানাল আমার ভাই ফাঁস নিয়েছে। খবর পেয়ে আমরা স্থানীয় মেম্বার এবং পুলিশকে খবর দিয়েছি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।