চট্টগ্রামে এসএমই মেলা চলবে ১৭ মে পর্যন্ত

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৩ মে ২০২৩ ইং হতে শুরু হওয়া ৫ম এসএমই মেলা-২০২৩ আগামী ১৭ মে ২০২৩ ইং পর্যন্ত দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অনুরোধের প্রেক্ষিতে বর্ধিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বারের সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মো. ফারুক। তিনি বলেন, দর্শক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অনুরোধে সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানি, বুটিকস্, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, ড্রাই ফিশ, ইন্টেরিয়র, ফার্নিচার ও পর্যটনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা ৬০টি স্টলে নিজস্ব পণ্যের সম্ভার নিয়ে বসেছেন।

বাংলাদেশ ব্যাংক, ইউসিবিএল, ইসলামী ব্যাংক, এসআইবিএল, ব্রাক ব্যাংকসহ ৭টি ব্যাংক মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলছে এই মেলা।

মেলার শেষ দিন (১৭ মে) সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেরা স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে মেলার আয়োজকদের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।