চমেকে নার্সের উপর হামলা, অবস্থান কর্মসূচি প্রত্যাহারে আলোচনায় কর্তৃপক্ষ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) নার্সের উপর হামলা ও মারধরের জেরে অবস্থান কর্মসূচি পালন করছে হাসপাতালের নার্সরা। সর্বশেষ তথ্যমতে বিষয়টি সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনায় বসেছেন বলে জানা যায়।

মঙ্গলবার (৭ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত হাসপাতালের মূল ফটকে নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।

হামলার শিকার হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের নার্সরা জানান, বিকেল ৪টার দিকে একটি রোগী ভর্তি করাতে আসে এক ছাত্র। এসময় তথ্য জানার চেষ্টা করলে একজন মহিলা নার্সকে মারধর করে সে।

কিছুক্ষণ পর প্রায় ৫০ জনের একটি গ্রুপ এসে ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এসময় আমাদের বেশ কয়েকজনকে মারধর করে তারা।

মারধরের বিচার নিশ্চিত করতে আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারী নার্স ও শিক্ষার্থীরা।

চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অং সুই প্রু মারমা চট্টগ্রাম খবরকে জানান, বিষয়টি সমাধানের জন্যে আন্দোলনকারী নার্স ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।