চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি দেহের পোড়া অংশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।
মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ধ্বংসস্তূপ সরানোর সময় দুটি পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে, তাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী, আরেকজন নিরাপত্তা কর্মী। তবে এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।’
উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে, পরে সেটা বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফায়ার এখন পর্যন্ত সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।