বাকলিয়ায় ডাকাতির প্রস্তুতকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতি প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী একনলা বন্দুক, ২টি কার্তুজ, ছোরা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক্সেস রোডস্থ মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামের রড সিমেন্টের দোকানের পিছন থেকে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কাউসার হোসেন (২৬), মো. নয়ন হোসেন হৃদয় (২৭) এবং মো. মনির (২১)। এছাড়া অজ্ঞাত ৫-৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।