বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের সরাসরি অংশ গ্রহণে এবং তাদের উৎপাদিত এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাটজাত পণ্য, ফ্যাশনওয়্যার, তাঁত শিল্প পণ্যসহ আবহমান বাংলার ঐতিহ্যের সকল বাহারি পণ্যের বিশাল সমাহার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এসএমই ফেয়ার ২০২৩।
দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার (১৩ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পঞ্চম এসএমই ফেয়ার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে।
শনিবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।
বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, এ মেলার উদ্দেশ্য প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা, দেশি ব্যবসা সম্প্রসারণ এবং রফতানিকরণ যাতে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখা যায়।
সংবাদ সম্মেলনে চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাস, নবান্ন মিডিয়া কমিউনিকেশনসের সিইও দেলোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবান্ন মিডিয়া কমিউনিকেশনসের সিইও দেলোয়ার হোসেন জানান, এবারের মেলার প্লাটিনাম স্পন্সর থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কো স্পন্সর ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া বাংলাদেশসহ মোট ৭টি ব্যাংক অংশ নিচ্ছে।