আওয়ামী লীগ নেত্রী সাজেদা ছাফার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা আহমদ ছাফার স্ত্রী, চট্টগ্রামের ফটিকছড়ি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা ছাফার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সভাপতি মহসীন কাজী, সাংবাদিক আহসান রিটন, ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, লেলাং মুক্তিযোদ্ধা সংসদ এবং ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করে মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ দিন জঠিল রোগে ভোগা সাজেদা ছাফা বৃহস্পতিবার সকাল ৯টায় গোপালগাট্টাস্থ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। তিনি দীর্ঘদিন লেলাং ইউপির নির্বাচিত মহিলা সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও।

উল্লেখ্য, মরহুমা সাজেদা ছাফা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও পাক্ষিক মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক এবং চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের বড় বোন।
বৃহস্পতিবার বাদ আছর উত্তর গোপালগাট্টা শহীদ প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।