আমিরাত থেকে চট্টগ্রামে আসা ভারতীয় নাগরিক থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের শারজহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ভারতীয় পাসপোর্টধারী তুষার নাগীন দাস নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক কেজি ওজনের অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় তার কাছ থেকে ৫৬০ গ্রাম স্বর্ণের পেস্ট এবং ৪২১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডিপুটি কমিশনার আহসান উল্লাহ জানান, সকালে বাংলাদেশ বিমানের বিজি ১৫২ নম্বরের ফ্লাইটে সারজা থেকে চট্টগ্রাম আসেন ভারতীয় নাগরিক তুষার। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তুষার নাগীন দাসকে আটক করে শুল্ক গোয়েন্দারা।

তিনি আরও বলেন, শরীর তল্লাশির এক পর্যায়ে তার গেঞ্জির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৬০ গ্রাম স্বর্ণের পেস্ট এবং ৪২১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।