ঋণ খেলাপি মামলায় হাবিব গ্রুপের সম্পত্তি ক্রোকের আদেশ

চট্টগ্রামভিত্তিক শিল্প পরিবার হাবিব গ্রুপের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত। ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৯০ কোটি ৯৮ লাখ খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিচারক মুজাহিদুর রহমানের আদালত হাবিব গ্রুপের মালিকানাধীন মেসার্স চিটাগং স্টিল এন্টারপ্রাইজের ঋণের বিপরীতে এই আদেশ দেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালত সূত্রে জানা গেছে, অর্থঋণ মামলা নম্বর ৩০৩/২২-এর বাদি ৯০ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৯৯৩ টাকা ৮৭ পয়সার দাবিতে বিবাদি পক্ষের মালামাল ক্রোকের আবেদন করেছে। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, মেসার্স চিটাগং স্টিল এন্টারপ্রাইজের মালিক দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হাবিব গ্রুপ। মেসার্স চিটাগং স্টিল এন্টারপ্রাইজের ঠিকানা উল্লেখ রয়েছে জাহানাবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। করপোরেট অফিসের ঠিকানায় রয়েছে এইচজি টাওয়ার, ১১৮২ জুবিলী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।

এর আগে ৪২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, মাশরুর হাবিব ও তানভীর হাবিবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

মন্তব্য নেওয়া বন্ধ।