কাঠের গুদামে মিলল ৬শ বস্তা ভারতীয় অবৈধ চিনি

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬শ বস্তা অবৈধ চিনি জব্দ করেছে। চিনিগুলো ভারতীয় বলে নিশ্চিত করেছে কৃষি বিপনন অধিদপ্তর। জব্দকৃত চিনির বাজার মূল্য ৩৮ লক্ষ টাকা বলে জানা গেছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে বহদ্দারহাট এলাকার একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬শ বস্তা চিনি পাওয়া যায়। চিনিগুলো মেঘনা গ্রুপের ফ্রেশ ব্যান্ডের বস্তায় ছিল। মেঘনা গ্রুপের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের কোনো ডিলার বা এজেন্টকে তারা সম্প্রতি এ পরিমাণ চিনি সরবরাহ করেনি।

গুদামের মালিক জানান তার কাছ থেকে এক ব্যক্তি কাঠ রাখার জন্য গুদাম ভাড়া নিয়েছিলেন। চিনির বিষয়টি তিনি পরে জেনেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলার নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য চান্দগাঁও থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।