কাপ্তাইয়ে পাচারকালে বস্তাভর্তি মূল্যবান আগর কাঠ জব্দ

রাঙামাটির কাপ্তাই হতে জ্বালানি কাঠ বলে পাচারকালে বস্তাভর্তি মূল্যবান আগর কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাঙ্গামাটির মারিশ্যা ও মাইনি হতে নদী পথে পাচারের সময় এসব কাঠ জব্দ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের স্টাপ মো.জয়নাল আবেদিন জানান, গত শনিবার আগর কাঠ পাচারকারী একটি সিন্ডিকেট দলমারিশ্যা হতে নদী পথে কাপ্তাই হয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার খবর পাই। পরে গতকাল বৃহস্পতিবার সেই সূত্র অনুযায়ী আমরা কাপ্তাই কার্গো টলি এলাকা হতে কাঠগুলো টুকরা অবস্থায় বস্তাভর্তি পাই। এ সময় কোন পাচারকারী সিন্ডিকেটকে পাওয়া যায়নি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আমরা পাচারকারীর খবর পেয়ে ঘটনাস্থল হতে মূল্যবান আগর কাঠগুলো আটক করি। এবং আটক আগর কাঠগুলো কাপ্তাই রেঞ্জে অফিসে নিয়ে আসি। তবে পাচার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এখানে প্রায় ৮-১০ লাখ টাকার আগর কাঠ হতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।