খামারে গিয়ে নিখোঁজ উদ্যোক্তা বাবুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে নিজের করা খামার দেখতে গিয়ে হালদা নদীর শাখা খালে নৌকা উল্টে নিখোঁজ শাহেদ হোসেন বাবুর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহেদ হোসেন বাবু উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম এস এম ইউসুফের ছেলে। এসএম ইউসুফ সিআইপি ছিলেন।

বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মদুনাঘাট এলাকার ছায়াচর থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। শাহেদ বাবু সোমবার সন্ধ্যায় নৌকা উল্টে নিখোঁজ হয়েছিলেন।

নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এস আই মাহফুজুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়াচর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল ৫টার দিকে বন্যায় ডুবে যাওয়া নিজের খামার দেখতে যান শাহেদ। পরে সন্ধ্যা ৭টায় নৌকা নিয়ে ফেরার পথে উপজেলার উরকিরচর বাড়িঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি।

খবর পাওয়ার পর প্রতিবেশী, স্বজনরা বাবুকে খুঁজতে থাকে। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও কোনও খোঁজ পায়নি।

তরুণ উদ্যোক্তা বাবু বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।