চবিতে ‘নিরাপদ ইন্টারনেট ও আইসিটি প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘নিরাপদ ইন্টারনেট ও আইসিটি প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় সভাটি উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

বিভাগটির সভাপতি প্রফেসর মো. রোকনুজ্জামানের (আজাদ) সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. এমদাদুল হক।

আলোচনা সভায় উপাচার্যকে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার তাঁর রচিত ‘বঙ্গবন্ধু ও আগরতলা মামলা; ইতিহাসের নতুন গতিপথ’ শীর্ষক একটি বই উপহার প্রদান করেন। অনুষ্ঠানে চবি পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার চবি পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবের জন্য ২০টি ল্যাপটপ প্রদান করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন জিএম মো. আবু মুসা, এনবিআরের প্রাক্তন সদস্য ড. মাহবুবুর রহমান আজাদ এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। এছাড়া আলোচনা সভায় পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।