টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। সিরিজে টানা তৃতীয়বার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল খান।

টস জিতে তামিম ইকবাল খান বলেছেন, ‘উইকেট একটু শুষ্ক মনে হচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকে। আজকেও ভালো হবে বলে আশা করছি। পরের দিকে কিছুটা স্পিন ধরতে পারে।’

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানালেন, টস জিতলে ফিল্ডিংই নিতেন তারা।

এদিকে ম্যাচ শুরু হতেই প্রথম তিন ওভারে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। লিটন দাসের পর তামিম ইকবালকেও ফিরিয়ে দিলেন স্যাম কারান।

বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্পের বলে ফ্লিক করেছিলেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ভেবেছিলেন লেগ দিয়ে বেরিয়ে যাবে বল। কিন্তু তাকে চমকে দিয়ে অনেকটা সোজা হয়ে এসে লাগে ব্যাটের কানায়, ক্যাচ ওঠে যায় পয়েন্টে! সেখানে কোনো ভুল করেননি জেমস ভিন্স।

প্রথম ১৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৭। ৪৪ বলে ২৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৪৩ বলে মুশফিকুর রহিমের রান ২৮। দুইজনই মেরেছেন তিনটি করে বাউন্ডারি। সাবধানী শুরুর পর ৭৮ বলে তাদের জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ।

সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম।

বাংলাদেশ দলের বিপরীতে ইংল্যান্ডের একাদশে রয়েছে জস বাটলার (অধিনায়ক), মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, রেহান আহমেদ, জফ্রা আর্চার।

মন্তব্য নেওয়া বন্ধ।