টানা ৬ দিনের ছুটি শেষে কর্মচঞ্চল অফিস-আদালত

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ৬ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কর্মচঞ্চল হচ্ছে অফিস আদালত। প্রথম দিনেই কাজের ফাঁকে সময় কাটছে শুভেচ্ছা বিনিময়ে। অনেক কর্পোরেট অফিসে ছিল ঈদের সেমাইসহ আপ্যায়নের ব্যবস্থা।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামমুখি টেনগুলো যথা সময়ে এসেছে। অনেকেই ট্রেন কিংবা বাস থেকে নেমে সরাসরি অফিসে যোগ দিয়েছেন। এছাড়া নগরের নতুন ব্রিজ, অলংকার মোড়, অক্সিজেন মোড়সহ প্রায় সবকটি প্রবেশ পথে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা যায়।

বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও লম্বা ছুটিতে ধাপে ধাপে মানুষ নগরে ফেরায় খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে সব কিছু পিছনে ফেলে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দের কাছে সব কষ্ট বিলীন হয়েছে।

তবে যে মানুষগুলো সারাবছর অন্য সব পেশার মানুষের ঈদ আনন্দ, সমস্যা সম্ভাবনার কথা জাতিকে জানান দেয় সেই পত্রিকা পাড়ায় এবার ৬ দিনের লম্বা ছুটি কার্যকর হয়েছে। গ্রামে-গঞ্জে যাওয়ার পাশাপাশি অনেক সাংবাদিক বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে গেছেন পরিবার পরিজন নিয়ে।
মুসলিম সাংবাদিক সহকর্মীদের ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ দিতে নিজেরা বাড়তি পরিশ্রম করেছেন অন্য ধর্মের সহকর্মীরা।

ছুটির ছয় দিন অনলাইন সচল থাকলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) পত্রিকা প্রকাশিত হবে। পত্রিকাপাড়ায় শুরু হয়েছে ব্যস্ততা।

মন্তব্য নেওয়া বন্ধ।