টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ইংলিশদের হারালো টাইগাররা

টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা দল। হাতে ছিল আরও দুই ওভার বল। এ বিজয়ে সিরিজ জয়ে এগিয়ে গেলো সাকিব বাহিনী।

নাজমুল হোসেন শান্তর দাপুটে ব্যাটিংয়ে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম ম্যাচ। এর আগে টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
শুরুতে আগ্রাসি ব্যাটিং করলেও ইংলিশরা মাত্র ১৫৬ রানে আটকে যায়।

ইংলিশদের ১৫৬ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ২১ করে আউট হন রনি তালুকদার। পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন লিটন দাসও, তখন তার সংগ্রহ ১২।
এরপর হাল ধরেন নবাগত তাওহীদ হৃদয় ও শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ৩৯ বলে ৬৫ রানের জুটি যোগ করেন তারা। মাত্র ২৭ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন শান্ত।

১৭ বলে ২ চার ও ১ ছয়ে ২৪ রানে থামেন হৃদয়। তারপর সাজঘরে ফিরে শান্ত ব্যক্তিগত ৫১ রানের মাথায়। ততক্ষণে দল বিজয়ের লাইনে চলে আসে। বাকিটা পথট অধিনায়ক সাকিব আল হাসান সতীর্থ আফিফ হোসেনকে নিয়ে নির্বিঘ্নেই পাড়ি দেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়েন দুজনে মিলে।
সাকিব ২৪ বলে ৬ চারে ৩৪ ও ১৩ বলে ২ চারে ১৫ রানে অপরাজিত থাকেন আফিফ।

ইংল্যান্ডের হয়ে আর্চার, উড, রশিদ ও মঈন একটি করে উইকেট নেন।

মন্তব্য নেওয়া বন্ধ।