ট্যাংকলরিতে সহকারীর লাশ রেখে পালালো চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী একটি ট্যাংকলরির ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম শাহীনের (২২) বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। পলাতক লরিচালক মো. বাবুলকে (৫০) আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বটতল এলাকায় ‘সীতাকুণ্ড ফিলিং স্টেশনের’সামনে ট্যাংকলরি থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘শাহীনের লাশ উদ্ধারের পর আমরাও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি একটি দুর্ঘটনা। আমরা দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করছি। চালক পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ট্যাংকলরির বাবুলকে পাওয়া গেলে যদি ভিন্ন কোনো তথ্য পাওয়া যায়, তখন সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ফোন করে জানানো হয়-ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা লরির ভেতরে লাশ আছে। ব্যবস্থাপক বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লরির ভেতর থেকে কম্বল পেঁচানো অবস্থায় শাহীনের লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্ঘটনার পর বিপদে পড়ার আশঙ্কায় হিতাহিত জ্ঞান হারিয়ে চালক বাবুল লাশ ফেলে পালিয়ে গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।