তিন ঘণ্টার অভিযানে হালদায় ৯ হাজার মিটার ঘেরা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে মোট ৯ হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এক হাজার মিটারের মোট নয়টি জাল জব্দ করা হয়।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৯টার অভিযানে হালদা নদীর নোয়াপাড়ার ছায়ারচর‌ কচুখাইন এলাকা থেকে এই জালগুলো জব্দ করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, সকাল ৭টা থেকে তিন ঘণ্টার অভিযানে নৌ-পুলিশ ১ হাজার মিটারের মোট নয়টি চর ঘেরা জাল জব্দ করে। হালদা নদীর মাছ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।