নেত্রীর আস্থায় আবারও ওয়াসিকা, এবার সঙ্গী দিলোয়ারা—লুবনা

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মনোনয়ন বোর্ডের সভা শেষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রাম থেকে বহাল আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। তিনি একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবার যুক্ত হয়েছেন দিলোয়ারা ইউসুফ ও শামিমা হারুন লুবনা। দিলোয়ারা ইউসুফ উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং লুবনা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে, গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নাম ঘোষণা করার সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাঁদের নাম প্রকাশ করছি।

মনোনয়ন প্রাপ্ত অন্যান্যরা হলেন -রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবি আগারওয়ার, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, তারানা হালিম, বেগম শামসুন্নাহার, মেহের আফরোজ চুমকি। পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন, কুমিল্লার এরোমা দত্ত।

সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, ফরিদা খানম।

মন্তব্য নেওয়া বন্ধ।