পূজামণ্ডপে অশুভ শক্তি স্থান পাবে না: পুলিশ সুপার

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেছেন, পূজা উদযাপনে পুলিশি সহযোগিতা অতিতেও ছিলো এবং বর্তমানেও অব্যাহত আছে। পূজামণ্ডপে কোনো কালো ছায়া, অশুভ শক্তি স্থান পাবে না। যদি নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদের খোঁজে বের করে দমন করার সক্ষমতা পুলিশের আছে।

শনিবার (২১ অক্টোবর) রাত দশটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ মঙ্গলনগর ও শুকছড়ি কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। একইসাথে তিনি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের জন্য সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়ার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নিবাস দাশ সাগর, সভাপতি রিটন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।