পোশাকশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে ফোরাম প্যানেলে ভোট চেয়ে চট্টগ্রামে গণসংযোগ

ফোরাম বাংলাদেশের প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেছেন, দেশের অর্থনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি পোশাকশিল্প। এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফোরাম প্যানেলকে ভোট দিন। ফোরাম মানেই পোশাক শিল্পের উন্নয়ন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন। এই শিল্পের উন্নয়নে ফোরাম প্যানেলকে জয়যুক্ত করুন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬ উপলক্ষে ইপিজেড, সাগরিকা, আগ্রাবাদ ও অলংকার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ফোরাম বাংলাদেশের সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম ও প্রথম সহ-সভাপতি প্রার্থী কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমানের নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ করেন চট্টগ্রাম থেকে পরিচালক প্রার্থী ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, চৌধুরী গ্রুপের এমডি রফিক চৌধুরী, এনআরসি নীট ফ্যাশনের এমডি আরশাদ উর রহমান, ফ্যাশন অব ওয়েলস্’র এমডি ওদুদ মোহাম্মদ চৌধুরী, দ্য নীড এ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, কে গার্মেন্টস লিমিটেডের এমডি বিজয় শেখর দাশ, প্রগ্রেসিভ এপারেলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ কাদের চৌধুরী।

এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক, নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফোরাম চট্টগ্রামের যুগ্ম-আহ্বায়ক বশির উদ্দিন আহমদসহ গার্মেন্টস মালিকবৃন্দ।

গণসংযোগে অংশ নেন ঢাকার পরিচালক প্রার্থী বাংলা পোশাক লিমিটেডের এমডি মোহাম্মদ সোহেল, দেশ গার্মেন্টস লিমিটেডের এমডি ভিদিয়া অমৃত খান, ড্রেসমেন লিমিটেডের এমডি মাশেদ আর. আবদুল্লাহ, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের এমডি শাহ্ রাঈদ চৌধুরী, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেডের এমডি মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।