প্রবর্তক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবর্তক স্কুল এন্ড কলেজের (প্রবর্তক বিদ্যাপীঠ) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের সন্মানিত অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজ সেবক ডা: শ্রী প্রকাশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির অভিভাবক সদস্য ঝুলন কুমার বৈষ্ণব।

কলেজ শাখার প্রভাষক সুচিত্রা চৌধুরী ও স্কুল শাখার শিক্ষক সীমা রাণী দেব ও কাঞ্চন কুমার দাশের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক দীপন কান্তি দাশ।

উপস্থিত ছিলেন প্রভাষক-প্রভাষিকা, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি তাঁর প্রাঞ্জল বক্তব্যে পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ, নিবেদিতপ্রাণ ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহবান জানান।

পরে প্রধান অতিথি ও অধ্যক্ষ উপস্থিত সকলকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।