বাঁশখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক শারীরিক প্রতিবন্ধী।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুস ছবুরের ছেলে মো. করিম, মৃত নুর আহমদের ছেলে (২) মো. ইসমাইল, মৃত ফোরক আহমদের ছেলে (৩) শামসু মিয়া ও (৪) এন্তু মিয়া, মৃত মোক্তার আহমদের ছেলে (৫) মো. ইলিয়াছ, রশিদ আহমদের ছেলে (৬) মো. মানুন ও (৭) মো. হাসান, কায়ছার আহমদের ছেলে (৮) মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী (৯) আনোয়ারা বেগম ও এন্তু মিয়ার ছেলে (১০) মো. নুরুল ইসলাম।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর টিম লিডার আবুল বশর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের গাড়ি নিয়ে প্রবেশ করতে পারিনি। পরে ভ্যানগাড়ি ও কাঁধে করে মালামাল নিয়ে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো নিশ্চিত হতে পারিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।