বান্দরবানে ৫ একর আফিম ক্ষেত ধ্বংস

বান্দরবানে থানচির দুর্গম এলাকায় বন জঙ্গলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি (আফিম) ক্ষেত ধ্বংস করেছে বিজিবি। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে পপি চাষীরা পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে তিন্দু ইউনিয়নের কাইকা খুমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ একর জুড়ে পাহাড়ি জমিতে চাষাবাদে পপি ক্ষেত ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসির।

বিজিবি সূত্রে জানা গেছে, থানচিতে দুর্গম এলাকায় গহীন অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতের অন্যতম উপাদান পপি চাষে ঝুঁকছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি এমন গোপন সংবাদ পায় বিজিবি। অভিযানে তিন্দু ইউনিয়নের গভীর অরণ্যে অভিযান চালিয়ে ৫ একর জুড়ে বিপুল পরিমান পপি খেত ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, অভিযান চালিয়ে থানচির তিন্দু কাইকা পাড়া ৫ একর জমিতে চাষকৃত পপি প্রক্রিয়াজাতকরণ ধংবস করা হয়েছে। তবে থানচি উপজেলার গহীন অরণ্যে আরো কোন পপি ক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।