ভারটেক্স কন্টেইনার ডিপোতে লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প—জরিমানা ২ লাখ ১০ হাজার

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পরিচালনার দায়ে ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে কন্টেইনার ডিপোটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, সকালে কাঠগড়ের ভারটেক্স কন্টেইনার ডিপোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
২২ বছর ধরে ডিপোটি পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন ও বাস্তবায়নে কোন ব্যবস্থা নেয়নি ডিপো কর্তৃপক্ষ। এছাড়াও ডিপোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সেফটি প্লান এবং ফায়ার হাইড্রেন্ট ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ছাড়াই একটি পেট্রোল পাম্প পরিচালনা করতে দেখা গেছে। ফায়ার সেফটি প্লান বাস্তবায়ন না করা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার হাইড্রেট না থাকা ও লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পরিচালনার অপরাধে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো: মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।