মানবিক উত্তর ফটিকছড়ির উদ্যোগে আন্ত:শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম ফটিকছড়িতে মানবিক উত্তর ফটিকছড়ি আয়োজিত ৩য় আন্ত: শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তথ্য প্রযুক্তির সহজলভ্যতাই তরুন প্রজন্মের নৈতিক অবক্ষয়ের মুল কারণ—বিষয়ের ওপর বিতর্কে অংশ নিয়ে বিপক্ষ দল শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের বিপরীতে পক্ষ দল শান্তির হাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা বিজয় লাভ করে।

দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন।

মাস্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানের মডারেটর এর দায়িত্ব পালন করেন নারায়ণ হাট আর্দশ ডিগ্রি কলেজের লেকচারার এস এম আল আমিন। বিচারক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম, ফেনি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন, সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক সেলিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—মাস্টার আবদুল বারেক, সুপার মাওলানা জহুরুল হক, রহিমা আক্তার, সরওয়ার আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল কালাম, আমির হোসেন, জাফর ইমাম, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সেলিন উদ্দিন, সেকান্দার, সাইমন, ছাত্র নেতা ওসমান সহ শান্তির হাট উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।