রাঙ্গুনিয়ায় বিজন দাশ গুপ্তের বাড়ি পূজামণ্ডপের শতবর্ষ উদযাপন

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া ১০ নম্বর পদুয়া ইউনিয়নের বিজন দাশ গুপ্তের বাড়িতে সার্বজনীন পূজামণ্ডপের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) বিকালে বিজন দাশ গুপ্ত বাড়ি সার্বজনীন পূজামণ্ডপের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু বিজন দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদের স্নেহধন্য ছোট ভাই এরশাদ মাহমুদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ১০ নম্বর পদুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার বাবু কাঞ্চন দাশের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, প্রধান অতিথি ছিলেন ১০ নম্বর পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, ১০ নম্বর পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদি, ড. রুপন কান্তি শীল, বাবু মিল্টন চৌধুরী,মাষ্টার রফিক উদ্দীন।

পরে বিজন দাশ গুপ্তের বাড়ি সার্বজনীন পূজামণ্ডপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ১০০ জন পুরুষ মহিলাকে শাড়ি, লুঙ্গি, প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।