রাঙ্গুনিয়ায় মুজিববর্ষের গৃহ নির্মাণের জমি দখলমুক্ত

রাঙ্গুনিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গৃহ নির্মাণের জন্য বরাদ্দকৃত ২৫ শতক অবৈধ খাস জমি দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বোয়ালখালীর এক বাসিন্দা অবৈধভাবে সরকারি জমি দখল করে দুইটি ঘর নির্মাণ করেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী চট্টগ্রাম খবর-কে বলেন- উপজেলার জঙ্গল পোমরা থেকে উদ্ধারকৃত জমি ৫৪ শতকের আন্দর উচ্ছেদকৃত জমি ২৫ শতক। যার বর্তমান বাজারমূল্য ৪০ লাখ টাকা।

তিনি আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরূপ গরীব ও অসহায়দের জন্য মুজিববর্ষের বরাদ্দকৃত জমি অবৈধভাবে দখল হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করি। এ সময় দখলকৃত ঘরে ভাড়াটিয়া দিয়ে দখল করে রাখা সেসব খাস জমি ও ঘর উদ্ধার করি। উদ্ধারকৃত এসব জায়গায় মুজিববর্ষের ঘর নির্মাণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।