রেলওয়ের উচ্ছেদ অভিযান, স্থানীয়দের সাথে হাতাহাতি

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডে উচ্ছেদ চালিয়েছে চট্টগ্রাম রেলওয়ে। এসময় স্থানীয়দের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এর আগে গত রোববার দুপুরে স্থানীয়দের মাইকিং করে অবৈধ দখল ছেড়ে যেতে বলা হলেও তারা কেউই স্থাপনা ছেড়ে যায়নি। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ দখলের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে রেলওয়ে স্টাফ কোয়ার্টার ঘিরে একটি অসাধু চক্র এখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে। উচ্ছেদকৃত স্থানে বাঁশের খুঁটি গেড়ে দেওয়া হয়েছে।

রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম চৌধুরী বলেন, বারবার নোটিশ-মাইকিং করেও তাদের সরানো যায়নি। আজ উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। দুপুর ১টার দিকে অভিযান শুরু করা হয়। এতে ৩০ টির মতো স্থাপনা উচ্ছেদ করে প্রায় আধা একর জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। উচ্ছেদ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে।

এমএইচকে

মন্তব্য নেওয়া বন্ধ।