লোহাগাড়ায় ৪ অবৈধ করাতকল বন্ধ, কাঠ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছে পদুয়া বন বিভাগ। এ সময় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ অবৈধ কাঠও জব্দ করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ।

এ বিষয়ে পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, অভিযানকালে করাতকল মালিকপক্ষ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই করাতগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
করাতকলের মালিকপক্ষের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।