সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। তিনি চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ পদত্যাগপত্র দেন তিনি। এরপর সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এস এম আল মামুন চট্টগ্রাম খবরকে বলেন, আমি সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সংসদীয় এই আসনে আমার বাবা এমপি ছিলেন। আমিও ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত। গতবার আমি মনোনয়ন চেয়েছিলাম, উপজেলা চেয়ারম্যান পদে থাকায় মনোনয়ন পাইনি। এবার উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে জনগণের সেবার পরিধি বাড়াতে চাই।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান এস এম আল মামুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবলীগের উত্তর জেলার বিদায়ী সভাপতি। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাস্টার দেশের একজন প্রভাবশালী সাংসদ ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।