সিইউএফএল সার কারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ

চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানী (সিইউএফএল) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি (ডিএপিএফসিএল)র বিষাক্ত বর্জ্যের পানিতে মৃত গবাদিপশুর মালিকদের ক্ষতিপূরণ দিয়েছেন সার কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিপূরণের ৯ লাখ টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মিজানুর রহমান, ডিএপি ব্যবস্থাপক আবদুল হাকিম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম।

সিইউএফএল’র ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পানে সাতটি গবাদিপশুর ক্ষতিগ্রস্থ মালিকদের নয় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এসময় কারখানার বিষাক্ত বর্জ্যরে পানি ছাড়ার সময় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।