সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। আর এমন খবর জানতে পেরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও একটি ড্রেজার জব্দ করা হয়েছে।

রবিবার ( ১১ ডিসেম্বর) দুপুরে মুরাদপুর সাগর উপকূলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চলিয়ে একটি ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজারটি মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহারের জিম্মায় রাখা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।