সীতাকুণ্ডে আশার ৩ দিন ব্যাপী ফ্রী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর স্মরণে ৩ দিন ব্যাপী বিশেষ ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) আশা বাড়বকুণ্ড ব্রাঞ্চের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সোহায়েল আহমেদ জানান, এই ক্যাম্পে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। যেসব রোগীর কোমরে সমস্যা তাদের জন্য কোমরের বেল্ট ও প্রতিবন্ধিদের মাঝে হুইর চেয়ার প্রদান করা হবে।

এতে প্রধান অতিথির বক্তব্য আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সোহায়েল আহমেদ বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে আমার জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি।

আশা’র চট্টগ্রাম ডিভিশনের ডি.এম বাহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াযী, সীতাকুণ্ড মডেল থানার (অপারেশন এবং কমিউনিটি) পুলিশ পরিদর্শক আব্দুর রহিম সরকার, আশার চট্টগ্রাম ডিভিশনের সিনিয়র এ.ডি.এম সাইদুল ইসলাম চৌধুরী।

মন্তব্য নেওয়া বন্ধ।