সীতাকুণ্ডে ছুরিকাঘাতে বাবার মৃত্যু,ছেলের স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জের ধরে হাতাহাতিতে নিজের পিতাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে ছেলে মো. হেলাল (১৮)।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন, নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হেলাল।

এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বেলাল হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন (১৮)। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাসার আসবাবপত্র ভাঙচুর করলে নিহত মো. বেলাল হোসেন কাস্তে হাতে নিয়ে ছেলের দিকে গেলে সে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে।

এতে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল হোসেনকে বিএসবিএ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাটিয়ারীর হাসনাবাদ এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার আদালতে পাঠানো হয়। সেখানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।