সীতাকুণ্ডে যুবক খুনের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ নামে এক যুবককে খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সীতাকুণ্ড পৌরসভা ১ নম্বর ওয়ার্ড এয়াকুবনগর এলাকার মো. মুছার ছেলে মো. সাহেদ, একই এলাকার গোলালুর রহমানের ছেলে মো. সাহাব উদ্দিন, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকার আবুল কালামের ছেলে মো. কামরুল ইসলাম, শেখ পাড়া এলাকার মো. আবুল হাসেমের ছেলে মো. জাহিদুল ইসলাম, কালাবাড়িয়া এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে মো. কামাল হোসেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সোমবার রাতে নিহতের বাবা ১০ জনকে এজাহারনামীয় আসামি ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। মামলার পরপর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারেও আমাদের অভিযান চলছে।

এর আগে, গত রোববার সন্ধ্যায় পৌরসভার বটতলা এলাকায় দোকানে নাস্তার করার সময় দুর্বৃত্তরা ওই যুবকের ওপর হামলা চালায়। এসময় তাকে ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নুনাছড়া এলাকার মদিনউল্লার ছেলে।

মন্তব্য নেওয়া বন্ধ।