সীতাকুণ্ডে লরিতে আগুন, ২২৪ জনকে আসামি করে মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় একটি রডবাহী গাড়িতে পেট্রল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছেন লরিটির সুপারভাইজার।

গতকাল বুধবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে করা এ মামলায় ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ২০০ জনকে আসামি করা হয়।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, লরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২২৪ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এখনো গ্রেপ্তার অভিযান অব্যাহত।

এর আগে,গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে। এতে লরি চালক আহত হয়েছেন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য নেওয়া বন্ধ।