হাসপাতালে মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দীর্ঘ ২২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম আবু তারেক। তিনি দাঁতমারা ইউনিয়নের দাউয়াতের টিলা এলাকার আবু তাহেরের (দাঁতমারা জামাই হোটেলের মালিক) একমাত্র ছেলে।

জানা গেছে, বুধবার সকালে নিজের মোটরসাইকেলযোগে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার সময় ফটিকছড়ি-রামগড় সড়কের দাঁতমারা বাজারের আগে বাসের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় তারেক। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পরবর্তী ন্যাশনাল হসপিটালে নিয়ে গেলে সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।

নিহত তারেকের মামা ইয়াছিন বলেন, আমার একমাত্র ভাগিনা তারেক এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে হেয়াকো বনানী কলেজ থেকে। বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে বাজারে রেখে সিএনজিতে করে পরিক্ষা দিতে যাবে। কিন্তু সড়ক দুর্ঘটনায় আজ সকালে তার মৃত্যু হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।