অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সহায়তা

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভায় বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়া চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ।

শুক্রবার (৩ জুন) বিকালে ১নং ওয়ার্ডের মধ্যম নোয়াগাঁও ভবানী কলোনী এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দীন, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষক আব্দুল করিম চৌধুরী ও আহবায়ক আহাম্মদ আলী নঈমী।

আরো উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর মারুফা বেগম, উপদেষ্টা মোহাম্মদ নাছের আলী, উপদেষ্টা মোহাম্মদ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম (নুর), দেশের প্রতিনিধি মানিক কান্তি দাশ, মোঃ ফিরোজ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রাশেদ, লিটন দাশ প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।