অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ছেন চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের কৃতী সন্তান পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে শহীদুল্লাহ সহ ৬ জনকে অতিরিক্ত ডিআইজিতে পদোন্নতির করা হয়।
জানা গেছে, শহীদুল্লাহ পুলিশের ২৪তম ব্যাচের মাধ্যমে এএসপি হিসেবে ২০০৫ সালের ২ জুলাই সিলেট জেলায় চাকরিতে যোগদান করেন। পরে র্যাবসহ দেশের নানা জায়গায় কর্মজীবন পার করে দীর্ঘ সময় ধরে সিএমপির এসি ট্রাফিক, এডিসি ডিবি, ডিসি ডিবি, ডিসি কাউন্টার টেররিজম, ডিসি ট্রাফিকের সুনামে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ শহীদুল্লাহ ২০২১ সালের ২ মার্চ পদোন্নতি পেয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন।
দক্ষ এ পুলিশ কর্মকর্তা ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাজী আহমদ গণি সওদার বাড়ির মৃত আহমদ সাফার সন্তান।
এছাড়া শহীদুল্লাহ চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরে ২৪তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীর ক্যাডার সার্ভিসে যোগ দেন।
এদিকে এসপি শহীদুল্লাহর পদোন্নতির খবরে সোশ্যাল মিডিয়াতে তার ছবিসহ ভাসছে নানা ধরনের শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা।
মন্তব্য নেওয়া বন্ধ।