চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। বিবাদে জড়ানো দুই উপগ্রুপ হলো সোহরাওয়ার্দী হলে অবস্থানরত বিজয় ও শাহজালাল হলে অবস্থানরত সিক্সটি নাইন।
শুক্রবার (৬ অক্টোবর) জুমার নামাজের পর মায়ের দোয়া ভাতঘর এন্ড বিরিয়ানি হাউস নামক খাবারের দোকানে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, খাবারের দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর পরে গ্রুপ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা পরিস্থিতি শান্ত করে দিয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।