চবির রিসার্চ ইনস্টিটিউটে ১২ ফুট অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউটের ভেতর থেকে ১২ ফুট দৈর্ঘের একটি অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় অজগরটি উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে সমাজ বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার সেলিম উদ্দিন বলেন, দুপুর ১টার দিকে অজগরটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা আমাদের খবর দেয়৷ আনুমানিক ৩টার দিকে আমরা ১২ ফুট দৈর্ঘের এবং ১৮ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে চবির জীববিজ্ঞান অনুষদের পাশে একটি পাহাড়ে অজগরটিকে ছেড়ে দিই।

তবে শিক্ষার্থীরা জানান, অজগরটি খাবার সংগ্রহে পাহাড় থেকে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটিকে আমরা নিরাপদ দূরত্বে অবমুক্ত করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।