চিত্রপ্রদর্শনীর মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আমিরাত বাংলাদেশ

0

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ মিশন নানা উদ্যোগ নিয়েছে।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফর ছিল সংযুক্ত আরব আমিরাতে। তারই অংশ হিসেবে আমিরাতের সঙ্গে সংস্কৃতির সেতুবন্ধন আরো জোরদার করতে দুই দেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে চিত্রকর্ম প্রদর্শনীর। এতে অংশ নিয়েছেন আমিরাত ও বাংলাদেশের ১৬জন শিল্পী।

শনিবার (২০ মে) রাতে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রোববার থেকে বুধবার প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রথমবারের মতো এই চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটিতে। উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে ব্যক্তিবর্গ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাছাড়া এসেছেন এশিয়ার আরো কয়েকটি দেশের নাগরিক। তারা দেখছেন ভিন্ন এক বাংলাদেশ। দেশীয় শিল্পীদের এই চিত্রকলা সারাবিশ্বে পরিচয় করাতে চান সংশ্লিষ্টরা।

দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও এতে স্থান করে নিয়েছে নান্দনিক সব চিত্রকর্ম। ফুটে উঠেছে দুই দেশের সংস্কৃতি, প্রকৃতি ও জীব বৈচিত্রের নানাদিক। বাংলাদেশ মিশন কর্মকর্তারা বলছেন, এই চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের সংস্কৃতির বন্ধন আরো দৃঢ় ও জোড়ালো হবে।

চিত্রপ্রদর্শনীর মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আমিরাত বাংলাদেশ 1

চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের ব্যক্তিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল।
অংশগ্রহণকারী শিল্পীদের ব্যাপক আগ্রহ ও উৎফুল্ল মনোভাব লক্ষ করা যায় এ সময়। কূটনীতিকরাও বলছেন, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সংস্কৃতির সেতুবন্ধন সৃষ্টি হবে।

আমিরাতের চিত্রশিল্পী জসিম আল ওয়াদি বলেন, আমি একজন শিল্পী। আমার চিত্রকর্ম এখানে প্রদর্শন করা হচ্ছে। আমার মনে হয়, আমিরাত এবং বাংলাদেশের শিল্পীদের মধ্যে সম্পর্ক স্হাপন করতে এটিই শুরু।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল জানান, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফর ছিল সংযুক্ত আরব আমিরাতে। কূটনৈতিক সম্পর্কের এ ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিচ্ছে দেশটিতে থাকা বাংলাদেশ মিশন। তারই অংশ হিসেবে দুই দেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে এ চিত্রকর্ম প্রদর্শনীর।
 
আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী মাস থেকে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে এ দেশে বসবাসকারী প্রায় ১০ লাখ বাংলাদেশি। কূটনৈতিক সম্পর্কের অনেক দিকের মধ্যে একটি হচ্ছে সংস্কৃতি। এ আয়োজনের মধ্য ‍দিয়ে দুই দেশের সেই সংস্কৃতির মেলবন্ধন হবে।

পাঁচ দিনব্যাপী চলবে খ্যাতিমান শিল্পীদের এই চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।