টেকনাফে প্রতিপক্ষের হামলায় ইয়াবা কারবারির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পূর্বশত্রুতার জের ধরে নুরুল হক ভূট্টো নামে এক যুবকের পা কেটে দিয়েছে তার প্রতিপক্ষের লোকজন। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে মারা যান তিনি।

নুরুল হক ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানা যায়। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।

রবিবার (১৬ মে) সন্ধ্যায় টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত ভুট্টোকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ঢুকার সময় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

নিহত নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ সদর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, আমার জেঠাতো ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে।

এসময় এলাকার লোকজন তাকে ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।