চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হামকা জালাল ওরফে ড্রিল জালালের সহযোগী মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় শমসের পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান চৌধুরী।
ওসি মাঈনুর বলেন, মিরাজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক মামলা রয়েছে। গত ১৯ এপ্রিল চান্দগাঁও থানার একটা টিম শমসের পাড়া ইয়াবা উদ্ধারে গেলে তিন হাজার ইয়াবাসহ ড্রিল জালাল গ্রেপ্তার হয়। কিন্তু মিরাজ ও দিদার পালিয়ে যায়। আমরা আজ মিরাজকে গ্রেপ্তার করেছি।
সিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের তৎপরতায় বিলুপ্ত হওয়া হামকাগ্রুপের সদস্য শমসের পাড়ার ইসমাইলের ছেলে জালাল তার সহযোগীদের নিয়ে আলাদা গ্রুপ পরিচালনা করে। এই গ্রুপ নগরজুড়ে যখন যেখানে সুযোগ পায় ছিনতাই, অপহরণ করে বেড়ায়।
তবে সম্প্রতি জালাল-মিরাজ ও দিদার মিলে মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট তৈরি করেছে। ১৯ এপ্রিল জালাল গ্রেপ্তার হওয়ার পর তার চার সহযোগী নিয়ে ২৩ এপ্রিল জালালের ভাই রাশেদ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।