দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে: রুহেল

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল বলেছেন, ত্যাগীদের মূল্যায়ন করলে দল সব সময় শক্তিশালী অবস্থানে থাকবে। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের কেউ দলের বাইরে থেকে থাকলেও তাদের আবার ফিরিয়ে আনতে হবে। কোনো সমস্যা থাকলে মীমাংসা করে নিতে হবে। জনগণের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করতে হবে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে মিরসরাইয়ের আবুতোরাব স্কুল মাঠে উপজেলার মায়ানী ইউনিয়নের ১০ কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব রহমান রুহেল বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে সেসব ত্যাগী নেতা-কর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। এক শ্রেণির লোক আওয়ামী লীগকে নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করতে দলে ঢুকে পড়ছে। যারা অপকর্মে লিপ্ত, যারা অবৈধ আয়ের পথে রয়েছে, যারা অবৈধ আয়ের টাকা রক্ষা করতে মরিয়া- মূলত তারাই দলে অনুপ্রবেশকারী। তাদের দিকে খেয়াল রাখতে হবে।

উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামীর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল। দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য গিয়াস উদ্দিন,সঞ্জয় বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাফা নয়ন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।