দুবাই বিমানবন্দরে দিশেহারা কক্সবাজারের ছেলে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন করে ৫ ঘন্টা ৪৫ মিনিট আকাশ পথে উড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কক্সবাজারের ছেলে আলী হোসেন। কিন্তু সেখানে ইমিগ্রেশন করতে গিয়ে দেখেন ব্যাগে তার পাসপোর্ট নেই। ৭ জানুয়ারি থেকে দুবাই বিমানবন্দরে তিনি এক কাপড়ে অপেক্ষার প্রহর গুনছেন।

ইতোমধ্যে তার স্বজনরা আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছেন। আলী হোসেন সেখানে জাহিদ নামে এক বাংলাদেশীর প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই জাহিদও তাকে গ্রহণ করতে অপেক্ষায় আছেন।

জানতে চাইলে কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা বলেন, অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়া আলী হোসেন যে এয়ারলাইন্সে দুবাই গিয়েছেন তাদের মাধ্যমে দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস সমস্যাটি সমাধানের চেষ্টা করবে।

আলী হোসেনের স্বজনরা জানান, ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০৪৭ ফ্লাইটে তিনি ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। আলী হোসেন প্রায় এক দশক ধরে দুবাইয়ে কাজ করেন। বিমানবন্দরে তিনি আটকে আছেন। বিমানবন্দরের যাত্রী, পুলিশ অনেকেই খাবার দিয়েছে, সেটা খেয়ে দিন পার করছেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।