বাংলাদেশ পুলিশের ৪৭ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের একজন করে দুই জন রয়েছেন। ফেনী জেলা পুলিশের দুইজন ও কুমিল্লা জেলা পুলিশে কর্মরত একজন রয়েছেন।
এছাড়াও চট্টগ্রামের সন্তান, নারায়নগঞ্জ পুলিশে কর্মরত জাহেদ পারভেজ চৌধুরীও এসপি পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা গেছে।
চট্টগ্রাম থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছত্রধর ত্রিপুরা ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা।
ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, দীপক জ্যোতি খীসা এবং কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীম।